• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আদালত থেকে বেরিয়ে যা বললেন মাহিয়া মাহি

প্রকাশিত: ১৪:৫২, ১৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
আদালত থেকে বেরিয়ে যা বললেন মাহিয়া মাহি

ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) পুলিশের করা মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৮ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালত এ আদেশ দেন।

এদিকে আদালত থেকে বেরিয়ে মাহি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘জাজ আমার সঙ্গে কোনো কথা বলেন নাই। একটা কথাও বলেন নাই। তিনি জাস্ট চেয়ারে বসেছেন আর উঠেছেন। এক সেকেন্ডের মধ্যে কোর্ট কীভাবে শেষ হয়ে যায়?’

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ মার্চ) সকালে ফেসবুক লাইভে মাহি ও তার স্বামী পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ নিয়ে প্রতিপক্ষকে জমি দখল দেওয়ার চেষ্টা’র অভিযোগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সেদিন রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে মামলা করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া। এই মামলায় প্রধান আসামি রাকিব সরকার এবং দ্বিতীয় আসামি মাহিয়া মাহি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2