• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাহিকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ তিন নির্মাতার, আইন বাতিলের দাবী

প্রকাশিত: ১৮:১০, ১৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
মাহিকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ তিন নির্মাতার, আইন বাতিলের দাবী

ছবি: নির্মাতা শিহাব শাহীন (বায়ে), আশফাক নিপুন (মাঝে) ও রেদোয়ান রনি (ডানে)

নায়িকা মাহিয়া মাহিকে ডিজিটাল আইনে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন দেশের তিন শীর্ষ নির্মাতা। ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার (১৮ মার্চ) পুলিশের হাতে গেফতার হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ আইনটির বিপক্ষে শুরু থেকে অনেকেই সমালোচনা করে আসলেও এবার এই আইনে অভিনেত্রী মাহি গ্রেফতার হওয়ায় অনেকেই সরব হয়েছেন। 

মাহিয়া মাহিকে এই আইনের ধারায় গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আইনটির বাতিল চেয়েছেন  ‘মহানগর’এর নির্মাতা আশাফক নিপুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুণ লিখেছেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতারে নিন্দা। অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।’

নির্মাতা শিহাব শাহীন মাহিকে গ্রেফতারের বিষয়টিতে লিখেছেন, ‘আরাভ খান (দুবাইয়ে পালিয়ে থাকা পুলিশ সদস্য হত্যা মামলার আসামি) থেকে দৃষ্টি সরে যাবে সবার। মাহিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।’

অন্যদিকে নির্মাতা রেদওয়ান রনি মাহিকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাসে লেখেন ‘মাহিয়া মাহিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে।’

বিভি/এমআর

মন্তব্য করুন: