• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রমজানে মাহিয়া মাহি ইফতার বিক্রি করছেন (ভিডিও)

প্রকাশিত: ১৮:০৯, ২৪ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
রমজানে মাহিয়া মাহি ইফতার বিক্রি করছেন (ভিডিও)

ভিডিও থেকে সংগৃহীত

নিজের রেস্টুরেন্ট ফারিশতায় ইফতার বিক্রি করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রমজানের প্রথম দিনেই তাকে ইফতার বিক্রি করতে দেখা গেল। শুক্রবার (২৪ মার্চ) বিকাল প্রায় ৪টার দিকে নিজের ফেসবুক থেকে ফারিশতার সামনে থেকে লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ভিডিওতে দেখান তার রেস্টুরেন্ট ফারিশতায় ইফতার বিক্রির দৃশ্য। 

এসময় সঙ্গে দেখা যায় তার স্বামী রাকিব সরকারকেও। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপারা বাজারে মাহির রেস্টুরেন্ট, নাম ফারিশতা। গত বছর ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসা। 

স্বামী রাকিব সরকারের উদ্দেশে মাহি বলেন, এবার তুমি কিছু বলো। রমজানের শুভেচ্ছা জানিয়ে রাকিব সরকার এসময় বলেন, গত বছরের মতো এবছরও আমরা ইফতার সামগ্রি নিয়ে এসেছি। ফারিশতায় আছে সব সুস্বাদু খাবার, এবং মানসম্মত খাবার। আপনারা সবাই আসুন।

 

বিভি/এজেড

মন্তব্য করুন: