• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইতালির এস্ত্রা`য় দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা 

মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি 

প্রকাশিত: ২১:০৬, ৮ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
ইতালির এস্ত্রা`য় দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা 

প্রবাসীদের কনস্যুলেট সেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইতালির এস্ত্রাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী কনসুলেট সেবা। বাংলাদেশ কনস্যুলেট মিলানের আয়োজনে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবায় দুই দিনে প্রায় এক হাজারের অধিক প্রবাসী বাংলাদেশী নাগরিকরা সেবা গ্রহণ করেন।

পাসপোর্ট নবায়ন, নো ভিসা, ম্যারিজ সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট, প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স বোর্ডের মেম্বারশীপ ই-পাসপোর্ট সহ কনস্যুলেট এর নানান সেবাগুলো এই ক্যাম্প থেকে প্রবাসী বাংলাদেশিরা গ্রহণ করেছেন।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন বঙ্গবন্ধু পরিষদ এস্ত্রা ও বাংলা কমুনিটির নেতৃবৃন্দদের সহযোগিতায় কনস্যুলেট সেবায় উপস্থিত ছিলেন— মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল এম জে এইচ জাভেদ, ভাইস কনসাল মো. তাজ-উল ইসলাম, শ্রম কনসাল সাব্বির আহমেদসহ মিলান কনস্যুলেট এর সকল কর্মকর্তারা।

বঙ্গবন্ধু পরিষদ এস্ত্রা'র পক্ষ থেকে মিলান কনসাল জেনারেলসহ সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই কার্যক্রমের ধারাবাহিকতা রাখার অনুরোধ জানান।

কনসাল জেনারেল এম জে এইচ জাভেদ কনস্যুলেট সার্ভিস পরিচালনায় যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এস্ত্রা'য় কনস্যুলেট সেবা দেবেন এই আশ্বাস দেন।

বঙ্গবন্ধু পরিষদের সার্বিক সহযোগিতায় ছিলেন উপদেষ্টা মো. সেলিম, সহ-সভাপতি সোহেল মান্নান, সাধারণ সম্পাদক তপন কুমার সরকার, রিজভী আহমেদ, রাজু আহমেদ, আতিকুর রহমান, কাউসার, বাবুল মেলকার শিপন  সহ আরো অনেকেই।

দুই দিনের কনস্যুলেট সেবা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করায় কনসাল জেনারেল এম জে এইচ জাভেদ কে বঙ্গবন্ধু পরিষদ এস্ত্রা, বাংলাদেশ কমিউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

পরিশেষে কনসাল জেনারেল উপস্থিত সকলের সঙ্গে সম্বাবনাময় বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: