ইতালি প্রবাসীদের আইনী সহায়তা প্রতিষ্ঠানের নতুন শাখা

ইতালিতে প্রবাসীদের আইনি সহায়তা, পরামর্শ, কাফ, ইমিগ্রেশন ও পাত্রোনাতো সার্ভিসের মধ্য দিয়ে নিরলসভাবে সেবা প্রদান করে যাচ্ছে এমপি হোল্ডিং। সেবার মান উন্নয়নে আরো গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিকভাবে ইতালির ত্রেভিজো'তে দ্বিতীয় কার্যালয়ের উদ্বোধন করল এমপি হোল্ডিং।
শনিবার আয়োজিত দোয়া মাহফিলে মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
উপস্থিত ছিলেন এমপি হোল্ডিংয়ের মালিক মেহেদী হাওলাদার ও প্রিন্স হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি'র সাধারণ সম্পাদক মোহাম্মাদ উল্লাহ সোহেল সহ ত্রেভিজো বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগন
অনুষ্ঠানে এমপি হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা প্রিন্স হাওলাদার বলেন, প্রবাসীদের সঠিক আইনি সহায়তা ও পরামর্শ প্রদানে আমাদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে পুরো ইতালি জুড়ে বিভাগীয় কার্যালয়সহ শাখা অফিস আমরা দিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখবো।
আমন্ত্রিত অতিথিরা সবসময় এমপি হোল্ডিংয়ের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন।
স্থান: Via Ciardi 8 Treviso italy
সার্ভিস সমূহ: kit permesso di soggiorno. consulenze immobiliari. ricongiungimento fam. consulenze legali. apertura di p, iva. cittadinanza ita. consolato. Prefettura. alloggio. bonus. Inps. dimmissioni. air ticket. sanità. spid-ID. naspi. 730. isee. red. pec. C.F
বিভি/এজেড
মন্তব্য করুন: