• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কানাডায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১৩:৫৭, ২৭ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
কানাডায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

ফাইল ছবি

কানাডার অন্টারিও প্রদেশে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত অবস্থায় লাইফ সাপোর্টে থাকার এক সপ্তাহ পর মৃত্যু হয়েছে বাংলাদেশি ব্যবসায়ী শরীফ রহমানের।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অন্টারিও'র লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ। এই প্রবাসী ওয়েন সাউণ্ড শহরে 'দ্য কারি হাউজ' রেস্তোঁরার মালিক। তার বাড়ি সিলেটের বটেশ্বর এলাকায়। গেল ১৭ আগস্ট রেঁস্তোরায় খেতে আসা তিন যুবক বিল পরিশোধ না করায় বিতন্ডা বাঁধে শরীফ ও তার ভাগনের সাথে। এক পর্যায়ে বিতর্ক রূপ নেয় সহিংসতায়। 

পরে খবর পেয়ে শরীফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সিসি ফুটেজ দেখে শনাক্ত করা হয় ওই তিন যুবককেও। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ লন্ডন ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা শরীফের মৃত্যুতে স্থানীয় কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। অর্ধনমিত রাখা হয়েছে সিটি কার্যালয়ের পতাকা। দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন প্রবাসীরা।

বিভি/রিসি

মন্তব্য করুন: