• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দুবাইয়ে মাদার তেরেসা অ্যাওয়ার্ডে পেলেন বাংলাদেশি এমপি মহিব

প্রকাশিত: ২৩:৫৪, ২৭ আগস্ট ২০২৩

আপডেট: ২৩:৫৭, ২৭ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
দুবাইয়ে মাদার তেরেসা অ্যাওয়ার্ডে পেলেন বাংলাদেশি এমপি মহিব

দুবাইয়ে অনুষ্ঠিত ২৩তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিববুর রহমান। 

রবিবার (২৭ আগস্ট) সকালে মাদার তেরেসার ১১৩তম জন্মদিন উপলক্ষে দুবাইয়ের কনরাড হোটেলে শৈলীতে উদযাপন উপলক্ষে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত করা হয়।

এ সময় সততা, দক্ষতা ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিববুর রহমান কে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ নেতা এই অ্যাওয়ার্ড পান।

শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা, ক্ষেত্রগুলিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতি বছর স্বীকৃতি এবং পুরস্কার প্রদান করা হয়।

এমপি মহিব এর হাতে মাদার তেরেসার নামাঙ্কিত পদক তুলে দেন অ্যাওয়ার্ড কমিটির অন্যতম সদস্যসহ দুবাইয়ের বিশিষ্টজনরা। তার হাতে আরও তুলে দেওয়া হয় একটি মানপত্র, মাদার তেরেসার ছবিসহ স্মারক, কলকাতার নানাবিধ মিষ্টি ও উত্তরীয়।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় এমপি মহিব বলেন, ‘মাদার তেরেসা’ অ্যাওয়ার্ডের জন্য কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমি ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি এবং আওয়ামী লীগের নমিনেশন দিয়ে সংসদ সদস্য (এমপি) বানিয়েছে বলেই আমি জনগণের খেদমত ও সমাজের মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। সুতরাং এ অ্যাওয়ার্ডের সব কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সুতরাং এ অ্যাওয়ার্ড আমাকে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাবে এবং উজ্জীবিত করবে।

অনুষ্ঠানে দুবাইয়ের দেশি-বিদেশি বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন: