• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মালয়েশিয়ায় পাহাং রাজ্যের পুলিশ ফ্যামিলির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মো. আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

প্রকাশিত: ২২:৩২, ২৮ আগস্ট ২০২৩

আপডেট: ২২:৩৩, ২৮ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
মালয়েশিয়ায় পাহাং রাজ্যের পুলিশ ফ্যামিলির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছবি: সংগৃহিত

মালয়েশিয়ান পুলিশ ফ্যামিলির ৬৬তম ও পাহাং রাজ্য পুলিশের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। পাহাং পুলিশ প্রধানের আমন্ত্রণে একমাত্র বাংলাদেশি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মনির বিন আমজাদ। সেখানে বসবাসরত  বাংলাদেশিদের জন্য যা খুবই গর্বের বিষয়।

বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মনির বিন আমজাদ (ডানে)

মনির বিন আমজাদকে এ সময় উঞ্চ অভ্যর্থনা জানান পাহাং রাজ্যের পুলিশ প্রধান দাতু শ্রী ইয়াহিয়া উসমান ও সহকারী পুলিশ কমিশনার মাজলান হোসেন। এছাড়াও পুলিশ সুপার আজমান এবং পুলিশ সুপার জাইহামসহ ঊধর্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিক্রিয়ায় মনির বিন আমজাদ বলেন, বিদেশের মাটিতে এই ধরনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসতে পেরে অনেক ভালো লাগছে। এতে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রকমের ৪০টি স্টল এবং প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট-বড় সবার জন্য বিভিন্ন ধরনের খেলাধূলাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বিভি/এমআর

মন্তব্য করুন: