মালদ্বীপের নতুন রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ
শুক্রবার সন্ধ্যায় রিপাবলিক স্কোয়ারে মালদ্বীপের অষ্টম রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান শেষে, নতুন রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ এর নৈশভোজ আমন্ত্রণে তার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ। সাক্ষাতের সময় ডক্টর মুইজ মন্ত্রীকে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ ও সাধুবাদ জানান।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধা এবং নিবিড় সহযোগিতার উপর প্রতিষ্ঠিত। বর্তমানে উভয় দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, বিমান চলাচল, জনশক্তি, তথ্য প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে।
এছাড়াও উভয় দেশ বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণ করার লক্ষ্যে একযোগে কাজ করে চলেছে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট এর শপথ গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।
মালদ্বীপে বর্তমানে প্রায় এক লাখের মতো বাংলাদেশি পর্যটন ও নির্মাণ এবং বিভিন্নখাতে নিয়োজিত রয়েছে। মালদ্বীপের নব-নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণ উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা প্রকাশ করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
এর আগে ডক্টর মোহাম্মদ মুইজ এর শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তথ্য মন্ত্রী ১৬ নভেম্বর রাতে মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে মালদ্বীপের নব নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী, চীফ অব প্রটোকল, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহ্মুদেকে অভ্যর্থনা জানান। ১৭ নভেম্বর উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহ্মুদ সহ মোট ৪৬টি দেশের প্রধান ও পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্র প্রধানদের বিশেষ দূত সহ সাড়ে চার হাজারের অধিক স্থানীয় নাগরিক অংশগ্রহণ করেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: