• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

প্রবাসে পরীক্ষা দিয়ে পাস করলেন ২৯৮ শিক্ষার্থী

প্রকাশিত: ১৬:৪৮, ১২ মে ২০২৪

ফন্ট সাইজ
প্রবাসে পরীক্ষা দিয়ে পাস করলেন ২৯৮ শিক্ষার্থী

সৌদি আরবে এসএসসি পরীক্ষার কেন্দ্র (ফাইল ছবি)

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রবাসের ৮ কেন্দ্রে পাস করেছেন ২৯৮ জন শিক্ষার্থী। প্রবাসী পরীক্ষার্থীদের পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ চিত্র দেখা গেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবছর বিদেশ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৪৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ২৯৮ জন। ফেল করেছে ৪৯ জন। গড় পাসের হার ৮৫.৮৮ শতাংশ। শতভাগ পাস করেছে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১২ মার্চ। এরপর ১৩ থেকে ২০ মার্চ পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।

এতে সারাদেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2