• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মালদ্বীপের বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ৮ বাংলাদেশি

মো. ওমর ফারুক খোন্দকার (মালদ্বীপ)

প্রকাশিত: ১৮:২৯, ২৫ মে ২০২৪

ফন্ট সাইজ
মালদ্বীপের বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ৮ বাংলাদেশি

মালদ্বীপের সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ এ ভূষিত হয়েছেন আটজন বাংলাদেশি। এই পুরস্কারের জন্য বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে ৩০ জনকে বিবেচনা করা হয়।এবারে পর্যটন ও বাণিজ্যিক শিল্প উন্নয়ন শীর্ষক পুরস্কার বিতরণী ও আলোচনা সভার সহযোগী আয়োজক ছিলেন মালদ্বীপ-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশি সামিট। 

শুক্রবার (২৪ মে) রাতে রাজধানী মালের ইন্টারন্যাশনাল ভিলা কলেজ অডিটোরিয়ামে দেশটির ধর্ম প্রতিমন্ত্রী আবদুল জলিল ইসমাইল এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এবারের আয়োজনে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের ৩০ জনকে পুরস্কার প্রদান করেন। 

ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপ এখন প্রতিবেশী চীন-ভারত সহ বিশ্বের দেশগুলোর কাছে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।এসব দেশ প্রতিনিয়ত বিনিয়োগ বাড়াচ্ছে দ্বীপপুঞ্জের ছোট্ট দেশটিতে।গতবারের নেয় এবারও দেশটিতে আয়োজিত হয়েছে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক এই বাজারে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে পথপ্রদর্শক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি জানানো হয়েছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপের মৎস্য ও সমুদ্র সম্পদ প্রতিমন্ত্রী ডা. আমজাদ আহমেদ পারস্পরিক সম্প্রীতি ছড়া পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়ন সম্ভব না বলে উল্লেখ করেন। 

পুরস্কার বিতরণ করে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, মালদ্বীপ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার।এছাড়াও তিনি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার পর্যটন ও বাণিজ্যিক শিল্পের সম্ভাবনাময় দিকগুলোর বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আয়োজক এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট পরিচালক ও দক্ষিণ এশিয়ার প্রধান সমন্বয়কারী এম গোলাম ফারুক মজনু ও ভারতের জনপ্রিয় ডা. মৌ ভট্টাচার্য। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মালদ্বীপের সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী হুসাইন নিহাদ,বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ, বাংলাদেশ যুবমহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার, বাসার গ্রুপের চেয়ারম্যান এন্ড সিইও আলহাজ্ব এম. এ বাসার আবু, গ্লোবাল রিচ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব সোহেল রানা, বিশিষ্ট ব্যাবসায়ী দুলাল মাতবর ও মো. খলিলুর রহমান, ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এর সিও দুলাল হোসেন, ব্যবসায়ী জহিরুল ইসলাম, ফোর এল ইন্টারন্যাশনাল এর সিও হাদিউল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মুক্তার আলী লস্কর, এনবিএল মানি ট্রান্সপার লিমিটেডের লোকাল ডিরেক্টর হান্নান খান কবির, সহ বিভিন্ন দেশের অতিথি ও বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। 

বিদেশের মাটিতে পুরস্কার অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাবে বলে মনে করেন পুরস্কার গ্রহণ করতে আসা বাংলাদেশিরা। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার ব্যবসায়ীদের মধ্যে বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2