• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বন্যার্তদের পুনর্বাসনে কেন্দ্রীয় তহবিলে অর্থ পাঠালো মালদ্বীপ বিএনপি

ওমর ফারুক, মালদ্বীপ

প্রকাশিত: ১১:০৩, ৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১১:০৩, ৭ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বন্যার্তদের পুনর্বাসনে কেন্দ্রীয় তহবিলে অর্থ পাঠালো মালদ্বীপ বিএনপি

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে কেন্দ্র ঘোষিত দলের ৪৬'তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করেছে বিএনপির মালদ্বীপ শাখার নেতাকর্মীরা।তবে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ ইতোমধ্যে বন্যার্তদের পুনর্বাসনে সেন্ট্রাল বিএনপির গঠিত ত্রাণ তহবিলে পাঠিয়েছেন বলে জানান দলটির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে দলটির ৪৬'তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী মালের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিএনপির মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।  

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মালদ্বীপ শাখার সিসহ-সভাপতি নেহের মিয়া রানা, বাবুল হোসেন, শাহ আলম, আলতাফ হোসেন, এমরান হোসেন তালুকদার, রহিম মিয়া, যুগ্ম-সম্পাদক রবিউল আলম, শফিকুল ইসলাম, সোহেল রানা, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, খায়েরুল আমিন, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহজী, করিম রানা, মো. হালিম ভূঁইয়া, দফতর সম্পাদক ওমর ফারুক অনিক, ক্রীড়া সম্পাদক মো. মামুন, সুফি আহমেদ, সেফায়েত হোসেন রানা,মো. শরিফ প্রমুখ। 

প্রধান অতিথি মো. খলিলুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে, বিএনপির ৪৬'তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশ ও বিদেশে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।সেইসাথে নেতাকর্মীদের বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে সহযোগিতার আহ্বান জানান তিনি। 

সবশেষে, বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের রুহের মাগফেরাতের জন্য দোয়া করেন এবং বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়াও মোনাজাত করেন সংগঠনটির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

বিভি/এজেড

মন্তব্য করুন: