যুক্তরাজ্যে প্রবাসী গণমাধ্যম কর্মীদের নিয়ে নতুন সংগঠনের যাত্রা শুরু
![যুক্তরাজ্যে প্রবাসী গণমাধ্যম কর্মীদের নিয়ে নতুন সংগঠনের যাত্রা শুরু যুক্তরাজ্যে প্রবাসী গণমাধ্যম কর্মীদের নিয়ে নতুন সংগঠনের যাত্রা শুরু](https://www.bvnews24.com/media/imgAll/2024April/060125-5-2501061249.jpg)
যুক্তরাজ্যে প্রবাসী গণমাধ্যম কর্মীদের নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ৩১ ডিসেম্বর পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের কমিউনিটি হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কেটে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ ওয়ার্ডওয়াইল্ডের প্রধান সম্পাদক ও ক্লাবের চীফ পেট্রোন মোখলেসুর রহমান চৌধুরী। এসময় ক্লাবের ওয়েবসাইটও উন্মোচন করেন তিনি।
অনুষ্ঠানে ক্লাবকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন লন্ডন নিউহ্যাম কাউন্সিলের চেয়ার ও কাউন্সিল রহিমা রহমান, এনফিল্ড কাউন্সিলের মেয়র আমিরুল ইসলাম, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র মতিন উজ জামান, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক, সাপ্তাহিক জনমত পত্রিকার সহকারী সম্পাদক মুসলেহ উদ্দিন, সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স এর চেয়ারম্যান সোয়ালেহীন করীম চৌধুরী, বেস্ট চ্যারিটির চেয়ারম্যান ও কমিউনিটি ব্যক্তিত্ব এডভোকেট আব্দুল হালিম হাওলাদার, কমিউনিটি ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন সোহরাব, ব্যারিস্টার ও সলিসিটর মাহাবুবুর রহমান, চার্টার্ড অ্যাকাউটেন্ট মো. কায়কোবাদ, কমনওয়েলথ সলিসিটর লিমিটেডের প্রিন্সিপাল ব্যারিস্টার মুফতি নাফিস, অ্যাকাউটেন্ট অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজর এমডি এমএ খান, লন্ডন লায়ন্স স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট এনামুল হক, ক্লাব ফাউন্ডার জুবায়ের আহমেদ প্রমুখ।
মিডিয়া ব্যক্তিত্ব আজমীর হাসান কনকের উপস্থাপনায় ক্লাব মেম্বার আব্দুল বাসিত, মাহবুব তোহা, সোহেল সাদ, কামরুল আই রাসেল, আশরাফুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আবু বকর সিদ্দিক, শাকিল আহমেদ সোহাগ, সোহেল আহমেদ পাপ্পু, শাহ শরীফ উদ্দিন, এমকে জিলানী, মনির উদ্দিন, জাহান চৌধুরী অন্যদের মধ্যে বক্তৃতা করেন।
অনুষ্ঠানের পর উপস্থিত সদস্য ও সদস্যা গণের মতামতের ভিত্তিতে শাকির হোসাইনকে আহ্বায়ক ও জুনায়েত রিয়াজকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিভি/এসজি
মন্তব্য করুন: