• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘অপতথ্য ঠেকাতে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

ইয়াছির আরাফাত খোকন; প্যারিস, ফ্রান্স :

প্রকাশিত: ১৯:২৬, ১১ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
‘অপতথ্য ঠেকাতে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

ছবি: ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে চলমান মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন ঠেকাতে প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিকদের সাথে শুক্রবার (১০ জানুয়ারি) এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এ অভিমত জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ফ্রান্স ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। ফরাসি মূলধারার গণমাধ্যমের সাথে বাংলাদেশি কমিউনিটির সাংবাদিকরা সংযোগ তৈরি করে দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে পারেন।

ছবি: সভায় উপস্থিত সাংবাদিকরা

ভার্চুয়াল মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক ও ডিআরইউ'র সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমেদ, ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান রাজু, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইন, টাইম টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল,  সাংবাদিক মোমিন আনসারি, বাংলাভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, সাংবাদিক তানভীর আহমেদ তোহা এবং দেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম।

 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2