দেশের তারকাদের নিয়ে বেলজিয়ামে ‘বৈশাখী উৎসব ১৪৩২’

বেলজিয়ামের লিয়াজ শহরে গত রবিবার (২৯ জুন) অনুষ্ঠিত হলো বেলগো কালচারাল এসোসিয়েশনের ‘বৈশাখী উৎসব ১৪৩২’। উৎসবটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পরিণত হয়েছিল এক অনন্য মিলনমেলায়। এতে বাড়তি আনন্দ যোগ করে দেশীয় তারকাদের উপস্থিতি।
তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া, অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ, কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা, সাগর বাউল, আয়শা মৌসুমী ও মিউজিসিয়ান মিঠু চৌধুরি, রাজীব আহমেদ, সেলিম উজ্জামান।
অনুষ্ঠান প্রসঙ্গে চিত্রনায়িকা তানহা তাসনিয়া বলেন, এখানে যারা এসেছেন তারা তো আমাদের দেশের মানুষ। তাদের বিশাল একটা আয় দেশে যায়। তাদের সঙ্গে কিছু সময় কাটাতে পেরেছি। এটা বেশ ভালো লেগেছে।
অভিনেত্রী স্বর্ণলতা বলেন, এই আয়োজনে আসার পর মনে হয়েছে বেলজিয়ামের বুকে ছোট্ট একটা বাংলাদেশ। বিদেশের মাটিতে দেশের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মতো আনন্দের বিষয় আর হতে পারে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম। তিনি বলেন, প্রবাসে থেকেও আমরা আমাদের জাতিসত্ত্বাকে ধরে রাখছি- এটাই আমাদের শক্তি।
অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল কাজী এনায়েত উল্লাহ বলেন, এটি শুধু উৎসব নয়, আমাদের পরিচয়ের প্রতিচ্ছবি।
বেলগো বাংলার সভাপতি মি সাইদুর রহমান লিটন এবং সাধারণ সম্পাদক তপন রায় বলেন, পরবর্তী প্রজন্মকে বাংলা সংস্কৃতির চর্চা বিকাশে ভূমিকা রাখতে এই আয়োজন। সংগঠনের অন্যতম আয়োজক এবং সাংগঠনিক সম্পাদক চয়ন রায় বলেন, প্রতি বছরই আমরা এই সংগঠনের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি এবং এতে বাঙালির মিলন মেলা তৈরি হয়। বেলজিয়ামে বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতা থাকলে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হবে।
উৎসবটি সফল করতে নিরলস পরিশ্রম করেছেন বেলগো বাংলা পরিবারের অন্যতম সদস্য শরিফুল ইসলাম মনজু, মহসিন হোসেন আক্কাস, জসিম উদ্দিন, রুবেল পারভেজ, আব্দুল মান্নান এবং আশীষ শীল প্রমুখ।
ব্রাসেলস, এন্টারপেন, লুভেন, নামুর ও লুক্সেমবার্গ থেকে শতাধিক পরিবার ও সংগঠক অংশগ্রহণ করেন ‘বৈশাখী উৎসব ১৪৩২’ অনুষ্ঠানে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: