তৃতীয় দিনেও আল সোয়াইদি পার্কে প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত
সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার উদ্যোগে গ্লোবাল হারমোনির রিয়াদ সিজনের তৃতীয় দিনেও আল সোয়াইদি পার্কে প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় ছিলো।
পার্কের মেলায় বাহারি নানা ধরনের বাংলাদেশি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন প্রবাসীরা। মেলায় বাংলাদেশি পণ্যের পাশাপাশি রয়েছে মুখরোচক বাংলাদেশি খাবারের সমাহার। সোয়াইদি পার্কের একদিকে মেলা অন্যদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় উচ্ছাসে মেতে উঠেন প্রবাসীরা। আধুনিক বাংলা, ফোক গানের পাশাপাশি ডিজেসহ নানা আয়োজনে বর্ণিল হয়ে ওঠে মরু নগরীর রাত।
সুর আর বাদ্যের ঝংকারে সোয়াইদি পার্ক পরিণত হয় প্রবাসীদের মিলনমেলায়। শুধু বাংলাদেশিরাই নয়, রিয়াদে বসবাসরত অন্যান্য দেশের প্রবাসীরাও মেলায় শামিল হচ্ছেন। মোট ১৪ টি দেশের অংশগ্রহণে, ২ নভেম্বর থেকে শুরু হয়েছে রিয়াদ সিজন। দ্বিতীয় ধাপে চলছে বাংলাদেশ পর্ব।
বিভি/এআই




মন্তব্য করুন: