তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে মালয়েশিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল
ছবি: তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ
মো. আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেষ্টুরেন্টের বলরুমে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক এসএম বশির আলমের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সহ-সভাপতি ড. এসএম রহমান তনু ও সহ সাধারণ সম্পাদক মো. কাজী সালাহ উদ্দিন।
এ সময় বক্তারা বলেন, তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে ভূমিকা রেখেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত হবে বলে আমরা বিশ্বাস করি।
এছাড়া দলের সংকটকালীন সময় তারেক রহমানই বিএনপিকে সুসংগঠিত করে রাখেন, তিনিই এখন বিএনপির প্রাণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির নেতৃবৃন্দসহ শাখা কমিটির প্রতিনিধিরা, যার মধ্যে ছিলেন, জসিম উদ্দিন, টিপু সুলতান, আবুল বাশার, ইঞ্জি: শাহ জালাল, আনোয়ার হোসেন, বাবু সরকার, নুর এ সিদ্দিকি সুমন, মিরাজ মাঝি, আসাদুজ্জামান রিপন, নাজমুল হোসেন, ইসমাইল আকন, আলী খাঁন জুয়েল, হেলাল শিকদার, আল আমিন, মোজাম্মেল হক, আঃ রহমান ও আল ইমরান ও পলাশ তালুকদার প্রমুখ।
বিভি/এআই




মন্তব্য করুন: