সাবেক সামরিক কর্মকর্তাদের উদ্যোগে আটলান্টায় সশস্ত্র বাহিনী দিবস পালিত
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় বাংলাদেশি প্রবাসী সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের উদ্যোগে পালিত হলো সশস্ত্র বাহিনী দিবস। একটি আবাসিক এলাকার ছোট ছিমছাম ক্লাবহাউসে ও মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের গৌরব, শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মিলি রহমান তাঁর স্বামী মতিউর রহমানের সাথে কাটানো জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর স্বামী বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমানের স্বদেশপ্রেম, সাহসিকতা এবং বীরত্বগাথার বিশদ বর্ণনা দেন। স্বামীর অকাল, দুঃসাহসিক মৃত্যু পরবর্তীতে তাঁর পারিবারিক জীবনকে কতটা দুর্বিষহ করে তুলেছিল তার বর্ণনা দেন। সেই মর্মস্পর্শী, আবেগঘন স্মৃতিচারণ দর্শকদের অশ্রুসিক্ত করে তোলে। এই অনুষ্ঠানের সন্মানিত অতিথিকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর অবদান এবং বীরশ্রেষ্ঠদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন করেছিল, যা শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্জনে সহায়ক হয়েছিল।
প্রবাসে বসবাসরত বাংলাদেশ আর্মড ফোর্সের প্রাক্তন অফিসাররা জানান, হাজার মাইল দূরে থেকেও তাঁরা মাতৃভূমির প্রতি গর্ব ও ভালোবাসা বুকে ধারণ করেন। অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা,বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনান্ট মতিউর রহমানের উপর বিশেষ উপস্থাপনা।
সামরিক কায়দায় বিউগলের সূরে অস্থায়ী একটি শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়ে শেষে একটি দলীয় দেশাত্মবোধক গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিভি/এজেড




মন্তব্য করুন: