• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আট শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মানি

প্রকাশিত: ১৩:৫২, ৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
আট শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মানি

জার্মানি থেকে অবৈধ আট শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস।

দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, জার্মানি ও ইইউ’র চাপের মুখে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের কারণেই তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও দেশের ভাবমূর্তি সংকটে পড়েছে। দালালদের খপ্পরে পড়ে জার্মানিতে অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের দায়ে দেশটির অভিবাসনবিরোধী কর্তৃপক্ষের ধরপাকড়ে বাংলাদেশি আটক হওয়ায় এই সংকট শুরু হয়েছে।

রাষ্ট্রদূত আরও জানান, ২৬ অক্টোবর অর্ধশত অভিবাসনে ব্যর্থ বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে। এজন্য যাত্রাপথে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন জার্মানির ১৫০ জনের বিশেষ বাহিনী বাংলাদেশ দূতাবাসে ভিসার আবেদন করেছেন।

রাষ্ট্রদূত আরও জানান, অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

বিভি/এসডি

মন্তব্য করুন: