• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টরেন্টোতে গাড়ির ধাক্কায় বাংলাদেশি কিশোরীর মৃত্যু

প্রকাশিত: ১২:০৮, ২১ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
টরেন্টোতে গাড়ির ধাক্কায় বাংলাদেশি কিশোরীর মৃত্যু

ফাইল ছবি

কানাডার টরেন্টোতে সিগনাল পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নাদিয়া মজুমদার (১৭) নামে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টরেন্টোর বার্চমাউন্ট-ডেনফোর্ট রোডে এই ঘটনা ঘটে।

জানা যায়, বার্চমাউন্ট-ডেনফোর্ট রোডে সিগনাল পার হওয়ার সময় একটি মিনি ভ্যান নাদিয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাদিয়া বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম সুমন মজুমদার। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটে। এদিকে নাদিয়ার মৃত্যুর খবরে টরেন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2