• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

অসহায় জেলে পরিবারে প্রিসিলা’র কম্বল বিতরণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪০, ১৩ জানুয়ারি ২০২২

আপডেট: ১৯:৪১, ১৩ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
অসহায় জেলে পরিবারে প্রিসিলা’র কম্বল বিতরণ

সুদূর নিউইয়র্কে থেকেও দেশের বিভিন্ন প্রান্তের অসহায় জনগোষ্ঠীর মাঝে নানা ধরনের সহায়তামূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন ফাতেমা নাজনীন প্রিসিলা। এবার তাঁর দেওয়া শীতবস্ত্র পৌঁছেছে দেশের সর্বদক্ষিণের উপজেলা পটুয়াখালীর কলাপাড়ায়। 

কলাপাড়ার হতদরিদ্র জেলে পরিবারের মাঝে প্রিসিলা’র দেওয়া কম্বল পৌঁছে দিয়েছে “কলাপাড়া গ্র্যাজুয়েট ক্লাব’র সদস্যরা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অসহায় পরিবারের মাঝে এসব কম্বল তুলে দেওয়া হয়। 

উপকূলীয় এসব জনগোষ্ঠীর কাছে সচরাচর খুব একটা সহায়তা পৌঁছায় না। জীবনে প্রথম শীতবস্ত্র পেয়ে খুশি এই এলাকার মানুষ। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে আয়ের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন আমেরিকা প্রবাসী মাত্র ১৮ বছর বয়সী প্রিসিলা। এর আগে দেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় পরিবারে টিউবওয়েল স্থাপনের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হন তিনি। 

শুধু টিউবওয়েল স্থাপন আর শীতবস্ত্র বিতরণই নয়, গত কয়েক মাস ধরে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন এই প্রবাসী। 

তাঁর দেওয়া শীতের উপহার পেয়ে প্রিসিলা’র জন্য দোয়া করেন এই এলাকার মানুষ।

বিভি/এসডি

মন্তব্য করুন: