• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আমি কমিউনিটির জন্য আরো কাজ করতে চাই: শাহ নেওয়াজ

প্রকাশিত: ০৯:২১, ২৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
আমি কমিউনিটির জন্য আরো কাজ করতে চাই: শাহ নেওয়াজ

নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪এ থেকে আগামী প্রাইমারী নির্বাচনে ডেম্যোক্র্যাট দলীয় ডিষ্ট্রিক্ট লীডার পদে নির্বাচন করছেন বাঙ্গালী কমিউনিটির পরিচিত মুখ ব্যবসায়ী শাহ নাওয়াজ।

তার পক্ষে গত বুধবার জ্যামাইকা হিলসাইড এভিনিউস্থ একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় শাহ নেওয়াজ বলেন, কমিউনিটির জন্য আমি কি করতে পেরেছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি কমিউনিটির জন্য আরো কাজ করতে চাই, এজন্য ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হয়েছি। ভোটারদের মন জয় করে আমাদেরকে জয়ী হতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসলে, ভোট দিলে ডিষ্ট্রিক্ট ২৪ থেকে জয়ী হওয়া সময়ের ব্যাপার মাত্র। নির্বাচনে তিনি সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ফ্রেন্ডস ফর শাহ নাওয়াজ-এর ব্যানারে আয়োজিত সভায় বক্তারা বলেন, কমিউনিটির একজন সজ্জন ব্যক্তি হিসেবে শাহ নেওয়াজ এতোদিন আমাদের দিয়ে এসেছেন। এখন সময় এসেছে তাকে কিছু দেওয়ার। ডিষ্ট্রিক্ট ২৪এ বাংলাদেশী-আমেরিকান ভোটাররা ঐক্যবদ্ধ হয়ে তাকে ভোট দিলে অবশ্যই তিনি জয়ী হবেন। 

তাঁরা আরো বলেন, একজন প্রার্তী হিসেবে শাহ নেওয়াজ যোগ্য। তিনি কমিউনিটি বোর্ড সদস্য ছাড়াও ইতিম্যধ্যই ফোবানা, লায়ন্স ক্লাব এবং জেবিবিএ ছাড়াও বিভিন্ন সংগঠনে যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়েছেন। মহামারী করোনায় নিরবে-নিভৃতে মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন। এমনকি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অনুদান দিয়ে সাহায্য-সহযোহিতা করেছেন। তিনি যেমন কমিউনিটির জন্য করেছেন, তেমনী এখন তার জন্য কিছু করে মূলধারায় তাকে আরো সক্রিয় করতে জয়ী করতে হবে। আর এই জয়ের জন্য ঐক্যবদ্ধ কমিউনিটির বিকল্প নেই।

অনুষ্ঠানে নূরুল আজীম ডিষ্ট্রিক্ট লীডার প্রার্থী শাহ নেওয়াজের নির্বাচনী তহফিলে দুই হাজার ডলার অনুদান দিয়ে তার ফান্ড রেইজিং-এর শুভ সূচনা করেন।

এই সভায় জ্যামাইকান ছাড়াও সিটির বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন এবং শাহ নেওয়াজকে সমর্থন দেন। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সঞ্চালনায় প্রার্থী শাহ নাওয়াজ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দীন সাগর, সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী মেম্বার প্রার্থী আলব্রেট বালডিও, মূলধারার রাজনীতিক মোহাম্মদ রশীদ, আগা সালেহ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মঈনুল ইসলাম, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মজিদ আকন্দ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মাকসুদুল হক চৌধুরী, আহসান হাবীব, রাব্বী সৈয়দ, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম সনি, নূরুল আজীম, জুডিশিয়াল ডেলিগেট প্রার্থী সাইফুর খান হারুন, সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ সহ আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেমিনি সম্পাদক বেলাল আহমেদ ও সঙ্গীত শিল্পী মোস্তফা অনিক রাজ।

বিভি/এনএম

মন্তব্য করুন: