• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

যুক্তরাজ্যে সিলেটের বন্যার্তদের জন্য ৫ কোটি টাকার জরুরি তহবিল

প্রকাশিত: ১৫:৫৩, ২২ জুন ২০২২

ফন্ট সাইজ
যুক্তরাজ্যে সিলেটের বন্যার্তদের জন্য ৫ কোটি টাকার জরুরি তহবিল

বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের জনগোষ্ঠীকে সহায়তার জন্য যুক্তরাজ্য পাঁচ কোটি টাকার জরুরি তহবিল দিচ্ছে। যুক্তরাজ্যের অর্থায়ন স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে এ বরাদ্দ করা হয়েছে।  এক জরুরি বার্তায় বুধবার (২২ জুন) এ খবর জানিয়েছে বাংলাদেশে অবস্থিত বৃটিশ দূতাবাস।

এ ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল বলেন, ‘বাংলাদেশে এ বছর বন্যার যে ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি তা হৃদয়বিদারক। আমরা আজ যে জরুরি তহবিল প্রকাশ করেছি তা নগদ সহায়তা, আশ্রয় ব্যবস্থাপনা, পানি ও স্যানিটেশন এবং শিক্ষা উপকরণের মাধ্যমে অসহায়দের সহায়তা করার জন্য ব্যবহার করা হবে।’ 

কারিতাস বাংলাদেশ, ক্রিশ্চিয়ান এইড, ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে এই অর্থ সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।

বিভি/এনএ

মন্তব্য করুন: