• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মালয়েশিয়া প্রস্তুত বাংলাদেশি শ্রমিক নেওয়ার জন্য

প্রকাশিত: ২০:৩৩, ১৪ জুলাই ২০২২

ফন্ট সাইজ
মালয়েশিয়া প্রস্তুত বাংলাদেশি শ্রমিক নেওয়ার জন্য

বাংলাদেশ দুই হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক নিতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমিক নিয়োগে ইতোপূর্বে যে কারিগরি জটিলতা দেখা দিয়েছিল তা সমাধান করা হয়েছে।

দ্য স্টারের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে নির্বাচিত ২৫টি সংস্থার মধ্য থেকে ১৫টির নিয়োগ সংক্রান্ত সব বিষয় যাচাই করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশন থেকে বাংলাদেশের অবশিষ্ট ১০টি শ্রম সংস্থার যাচাইকরণ আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করছে দেশটি।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আগ্রহী নিয়োগকর্তা, যারা শুল্ক পরিশোধ করেছেন এবং বাংলাদেশি কর্মী নিয়োগ করতে চাইছেন, তারা এখন কর্মসংস্থান এবং কাজের ভিসার ডকুমেন্টেশন নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ হাইকমিশনে তাদের আবেদন পাঠাতে পারবেন।

গ্রহণযোগ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য স্ক্রিনিং সাপেক্ষে বাংলাদেশি কর্মীদের প্রবেশ হবে বলে শর্ত দিয়েছে মালয়েশিয়া।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2