• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মিশিগানে গোলাগুলি: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র (মিশিগান)

প্রকাশিত: ১৪:০৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৪:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মিশিগানে গোলাগুলি: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের মিশিগানের ল্যানসিংয়ে অবস্থিত মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় আছেন আরও পাঁচজন শিক্ষার্থী। ওই ঘটনার সময় একাডেমিক ভবনেই ছিলেন পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী। এর আগে সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টারপর এ হামলার ঘটনা ঘটে। 

অস্ত্রধারীর বিবরণ জানিয়ে উপ-পুলিশ প্রধান ক্রিস রোজম্যান বলেন, ‘হামলার পর ৪৩ বয়সী এই অস্ত্রধারীকে মৃত অবস্থায় দেখতে পায় পুলিশ। মঙ্গলবার রাতে ক্যাম্পাসের দুটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটে। বন্দুকধারী প্রথমে বার্কি হলে দুইজনকে পরবর্তীতে এমএসইউ ইউনিয়নে আরেকজনকে গুলি করে হত্যা করে। নিহতরা হলেন- মিশিগান স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী এরিয়েল অ্যান্ডারসন, ব্রায়ান ফ্রেজার ও আলেকজান্দ্রিয়া ভার্নার। 

আটকেপড়া এক বাংলাদেশি ছাত্র জানান, একাডেমিক ভবনে থাকাবস্থায় গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলি শুরু হলে সবাই একটি রুমের ভেতরই আশ্রয় নেয়। পরবর্তীতে তাদের আর বের হতে দেয়নি পুলিশ। পুলিশ তাঁদের নিরাপদ স্থান রেখেছে। তবে নিরাপত্তার জন্য তাদের নাম বলা যাচ্ছে না। 

এদিকে ঘটনার পর মঙ্গলবার মিশিগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। মিশিগান স্টেট ইউনিভার্সিটি এ অঙ্গরাজ্যের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। এখানে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। 

প্রসঙ্গত, মিশিগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে ২০ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যায়নরত আছেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2