ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি গঠন

ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি গঠন
বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলকন্যা খ্যাত ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক কমিটি বিলুপ্ত করে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৮ মে) স্থানীয় সময় বিকেলে মেস্ত্রে আমিচি রেস্টুরেন্ট এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ভেনিসে বসবাসরত বৃহত্তর কুমিল্লা বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আকতারুজ্জামান, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম ভূইয়া, আমিনুল ইসলাম মোমিন, শাহাজাহান বাদশা ও জাব্বার মিয়াজীকে সাংগঠনিক সম্পাদক, কবির হোসেনকে প্রচার সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচিত সদস্যরা ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: