ভোট চাইতে গিয়ে জামায়াতের মহিলা কর্মীদের চুরি ও আটক হওয়ার দাবি ভুয়া
সম্প্রতি ‘দাঁড়ি পাল্লার ভোট চাইতে গিয়ে সৌদি প্রবাসীর ঘরে ঢুকে চুরি, জনগণ ধরে পুলিশে দিলেন জামায়াতের মহিলা কর্মীদের’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত আলোচিত দাবিতে প্রচারিত ভাইরাল পোস্টটিতে প্রায় ৪ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং প্রায় আড়াই হাজারের কাছাকাছি শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক-
রিউমর স্ক্যানার জানিয়েছে, জামায়াতের ইসলামীর নারী কর্মীদের জড়িয়ে প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে মেহেরপুরের মুজিবনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক জামায়াতে ইসলামীর ৫ নারী কর্মীর ছবি ব্যবহার করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ‘জনতার দেশ’ নামক নাম ও লোগোর উপস্থিতি রয়েছে। এছাড়া, এটি প্রকাশের তারিখ হিসেবে ‘২২ জানুয়ারী, ২০২৬’ উল্লেখ রয়েছে। তবে, অনুসন্ধানে ‘জনতার দেশ’ নামক কোনো গণমাধ্যমের সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে, ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে দৈনিক সমকালের ওয়েবসাইটে ২০২৩ সালের ২৬ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ফিচারে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবির মিল রয়েছে।
প্রতিবেদটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, ২০২৩ সালের অক্টোবর মাসে মেহেরপুরের মুজিবনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর এই ৫ নারী কর্মীকে আটক করে পুলিশ। তবে, এই ঘটনার সাথে আলোচিত দাবির কোনো সম্পৃক্ততা নেই।
অর্থাৎ, ২০২৩ সালে নাশকতার অভিযোগে আটক এই নারীদের ছবিই সাম্প্রতিক সময়ে আলোচিত ফটোকার্ডে ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, দাঁড়িপাল্লার ভোট চাইতে গিয়ে বাড়িতে ঢুকে জামায়াত নেত্রীর চুরি দাবিতে বাংলানিউজ২৪ এর নামেও সম্প্রতি একটি সম্পাদিত ফটোকার্ড প্রচার করা হয়েছিলো। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনায় ধারণকৃত ছবিকে দাঁড়িপাল্লার ভোট চাইতে গিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে জামায়াতের মহিলা কর্মীদের চুরি ও আটক হওয়ার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: