তারেক রহমানের মুচলেকা নিয়ে সমকালের নামে ফটোকার্ডটি ভুয়া
সম্প্রতি, ‘আমি নিজ থেকে ভারত কিংবা র এর কাছে মুচলেকা দেই নাই, আমাকে আমার দলের হাই কমান্ডরা বাধ্য করেছে ভারতের কাছে মুচলেকা দিয়ে দেশে ফিরতে’ শীর্ষক তারেক রহমানের মন্তব্য দাবিতে সংবাদমাধ্যমে সমকালের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে, ফটোকার্ডটি ভুয়া বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমি নিজ থেকে ভারত কিংবা র এর কাছে মুচলেকা দেই নাই, আমাকে আমার দলের হাই কমান্ডরা বাধ্য করেছে ভারতের কাছে মুচলেকা দিয়ে দেশে ফিরতে’ শীর্ষক কোনো মন্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান করেননি এবং উক্ত শিরোনামে সমকালও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, তারেক রহমানকে নিয়ে প্রকাশিত সমকালের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে সমকালের লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৯ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্রে সমকালের ফেসবুক পেজে ১৯ জানুয়ারি তারেক রহমানের বক্তব্যে সংবলিত ‘সরকার গঠন করতে পারলে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: তারেক রহমান’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে, আলোচিত ফটোকার্ডটিতে ‘আমি নিজ থেকে ভারত কিংবা র এর কাছে মুচলেকা দেই নাই, আমাকে আমার দলের হাই কমান্ডরা বাধ্য করেছে ভারতের কাছে মুচলেকা দিয়ে দেশে ফিরতে’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘সরকার গঠন করতে পারলে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: তারেক রহমান’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সমকালের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে তার দল গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে সেজন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। অ্যালবেনিজম রোগে আক্রান্ত অতি ফর্সা রঙের কারণে অধিকার বঞ্চিত যশোরের শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সোমবার বিকেলে ভার্চ্যুয়ালি তিনি এ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। এজন্য আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণে। তিনি বলেন, ফ্যামিলি, কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ মানুষকে শক্তিশালী করা হবে। আগামীতে ফের খাল কাটা কর্মসূচি চালু হবে, পানির কষ্ট দূর করা হবে।
তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যমসূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং, তারেক রহমান ‘আমি নিজ থেকে ভারত কিংবা র এর কাছে মুচলেকা দেই নাই, আমাকে আমার দলের হাই কমান্ডরা বাধ্য করেছে ভারতের কাছে মুচলেকা দিয়ে দেশে ফিরতে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: