প্রধান উপদেষ্টা নির্বাচন বন্ধের ঘোষণা দেননি
সম্প্রতি, ‘১২ই ফেব্রুয়ারী নির্বাচন হচ্ছে না! জাতির উদ্দেশ্য ভাষণে প্রধান উপদেষ্টা ডঃ ইউনূস’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে, প্রচারিত ভিডিওটি সঠিক নয় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ ঘোষণা করেননি। প্রকৃতপক্ষে, গত বছরের নভেম্বরে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার বিষয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ১৩ ‘জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ; একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। তবে, উক্ত ভিডির কোথাও ড. ইউনূসকে নির্বাচন বন্ধ করা সম্পর্কে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে গত বছরের ১৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচন, গণভোটসহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। ভাষণের আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন করা হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ আদেশ জারি করেন।
সুতরাং, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন বন্ধের ঘোষণা দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: