স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ৮০ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলার দাবি ভিত্তিহীন
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৮০ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ৮০ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জাতীয় দৈনিক পত্রিকা জনকণ্ঠের ফটোকার্ডের ডিজাইনের আদলে একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে তা প্রচার করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ভোটকেন্দ্র নিয়ে এমন মন্তব্য করেছেন কিনা জানতে কি ওয়ার্ড সার্চ করে দাবির সপক্ষে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। তিনি এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো।
পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধানে, ‘Mamun Hossain’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২১ জানুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। উক্ত ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে জনকণ্ঠের লোগো বিকৃত করে এমন আরও অনেক ফটোকার্ড পাওয়া যায়।

ভোটকেন্দ্রের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের বিষয়ে গত ১৯ জানুয়ারি বিডিনিউজ২৪-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশ কিছু ভোটকেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ৮ হাজার ৭৮০টি, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ১৬ হাজার ৫৪৮টি এবং সাধারণ ভোটকেন্দ্র ১৭ হাজার ৪৩৩টি।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, ‘গুরুত্বপূর্ণ’ বলতে নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রকেই বোঝানো হয়েছে। তিনি আরও জানান, এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে।
সুতরাং, স্বরাষ্ট্র উপদেষ্টা ৮০ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: