• NEWS PORTAL

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

গালিভার্স ট্র্যাভেলসের মজার ঘটনা

শায়ের খান

প্রকাশিত: ১৯:২১, ৮ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
গালিভার্স ট্র্যাভেলসের মজার ঘটনা

লেখক জোনাথন সুইফট অর্থাভাবে দিন কাটাচ্ছেন । এক কাঁচা স্ক্রিপ্ট নিয়ে প্রকাশকদের দ্বারে দ্বারে ঘোরেন । কেউ নেয় না । বলে - এটা পাগল ছাগলের স্ক্রিপ্ট । একদিন সকালে তাঁর হাতে বাজার করার টাকা নাই । গেলেন এক প্রকাশকের কাছে সেই স্ক্রিপ্ট নিয়ে । প্রকাশক দয়াপরবশ হয়ে বাজার করার জন্য ১০ পাউন্ড দিয়ে স্ক্রিপ্টটি রেখে দিলেন । বেশ অনেকদিন পর প্রকাশক ভাবলেন , আছেই যখন স্ক্রিপ্টটা ছেপে দেই । দিলেন ছেপে । হু হু করে বিক্রি হয়ে বাজার খালি হয়ে গেলো বইটার । ভাইরাল আর কি । আবারও ছাপলেন । আবারও খালি । ১০ পাউন্ডের স্ক্রিপ্ট ব্যবসা করেছিলো ১০ মিলিয়ন পাউন্ডের। বইটার নাম - গালিভার্স ট্র্যাভেলস । সেই লিলিপুট কাহিনী ।

গালিভারস ট্রাভেলস, ব্রিটিশ লাইব্রেরি
গালিভার্স ট্র্যাভেলস বিশ্বের সর্বাধিক বিক্রিত বইদের একটি । এমন কোনো সভ্য ভাষা নাই যে ভাষায় এই কাহিনী প্রকাশিত হয়নি । আমাদের স্কুল পাঠ্য বইয়েও আমরা এটা পড়েছি । 
গালিভার্স ট্র্যাভেলস'কে বেশিরভাগ পাঠক মজার কল্পকাহিনী বললেও বোদ্ধারা গম্ভীর হয়ে বলেছেন - এটা একটা সিরিয়াস স্যাটায়ার । ব্যঙ্গ কাহিনী । এই কাহিনীতে রয়েছে গভীর মেসেজ । 
গালিভার্স ট্র্যাভেলস অনেক আগেই প্রকাশিত হওয়া উচিৎ ছিলো । কিন্তু কথায়ই তো আছে -  গ্রেট থিংস টেইক টাইম ( Great Things Take Time ) ।  

মন্তব্য করুন: