• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

শহীদ আসাদ দিবস: স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

প্রকাশিত: ১৩:২৩, ২০ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
শহীদ আসাদ দিবস: স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

শহীদ আসাদ দিবস আজ (২০ জানুয়ারি)। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি একনায়ক আইয়ুব খানের পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।

১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতার ১১-দফা দাবির মিছিলে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় গুলি চালায় পুলিশ। সে সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আসাদ। শহীদ আসাদের এই আত্মত্যাগ সে সময়ের আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। 

বাঙালির স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণি-পেশার মানুষ জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এই গণঅভ্যুত্থানটিই বাংলাদেশের ইতিহাসে ৬৯’এর গণঅভ্যুত্থান নামে পরিচিত।

 দিনটি উপলক্ষ্যে ঢাকা মেডিকেল সংলগ্ন শহীদ আসাদের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষ্যে রাজধানীতে আয়োজন করা হয়েছে আলোচনা সভার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2