চব্বিশের বন্যা দেখালো শিক্ষার্থীদের মানবিক ঐক্য
কি অদ্ভুত দৃশ্য দেখছে সারা দেশের মানুষ। এইতো মাস হতে চললো হাজারো রক্তের বিনিময়ে ছাত্রজনতা তাদের জয় ফিরিয়ে আনলো। তারপরেই দেখা মেললো দেশ সংস্কার কাজে রোদে-পুড়ে ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে দেশের হাল ধরতে। তারপর কি তারা থেমে ছিল?
এইতো আশেপাশে তাকালে তাদের দেখা মেলছে বাড়িতে বাড়িতে ছুটছে টাকা সংগ্রহে, দোকানপাটে, রাস্তার মোড়ে মোড়ে, এ গাড়িতে থেকে ঐ গাড়িতে। বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে নেই ছাত্রজনতা থেমে, ছুটছে এপ্রান্তে ওপ্রান্তে।
"সময় থাকবে না থেমে, জমে থাকবে না পানি
চলো সবাই জাত-ধর্ম ভেঙে, কাঁধে কাঁধ মিলিয়ে নামি।"
দেশের মানুষের পাশে এভাবেই এগিয়ে এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তার চিত্রই তুলে ধরেছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভা আক্তার।
ফেনীর বন্যা শুরু হলে ২২ তারিখেই রাত ৩ টায় অন্যান্য হলের পাশাপাশি আমরা এসএম হল থেকে BIWTA ভবনে গিয়ে আন্দোলন করে নাহিদ ভাইয়ের উপস্থিতিতে সকল নৌযান সচল করার ব্যবস্থা করি। হলের সামনে বুথ বসিয়ে, পলাশি, আজিমপুর, নীলক্ষেতসহ বিভিন্ন সিগনালে থেকে টিম আকারে সর্বমোট ৫,২৫,১০২ টাকা সংগ্রহ করি। পুরো অর্থ দিয়ে ৩ টা টিম আমরা দফায় দফায় ফেনী, কুমিল্লা ও লক্ষ্মীপুরে ত্রাণ পাঠিয়েছি। তাছাড়াও যথাসম্ভব আমাদের হলের শিক্ষার্থীদের সাহায্য করার চেষ্টা করেছি। আমরা কবলিত এলাকায় লোকাল মানুষের সাহায্যে নৌকা নিয়ে, কখনো কখনো ১০/১৫ কিলো পায়ে হেঁটে হাতে হাতে শুকনো ও ভারি খাবার পৌঁছে দিয়েছি। সবচেয়ে বাজে যেই অভিজ্ঞতা সেটা হলো যেকোনো এরিয়ায় আমরা যাওয়ার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছে তাদের সাথে কাজ করার জন্য।
মাইনুল ইসলাম নওশাদ,
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বন্যার্তদের সাহায্যে বুটেক্স টিম শুরু থেকেই কাজ করে যাচ্ছে। এরই মাঝে প্রথম পর্বে ফেনী ও দাগনভূঞায় প্রায় ১০০ পরিবারের ত্রাণসামগ্রী দিয়ে ফেরার পথে ভয়াবহ সড়ক দূর্ঘটনার শিকার হয় আমাদের ত্রানের ট্রাক। দূর্ঘটনায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেচে যাই আমি, তবে পাশে বসা বন্ধু লাবিব এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতকিছুর পরও দমে যায়নি বুটেক্স টিম। অনেকে অসুস্থ থাকলেও পরবর্তীতে ক্যাম্পাসে গণত্রান কর্মসূচি চলতে থাকে এবং গত ৩০ আগস্ট বুটেক্সের দুইটি টিম ৫ সদস্যের প্রায় ২৫০টি পরিবারের জন্য ত্রাণসামগ্রী নিয়ে নোয়াখালী ও লক্ষীপুর যায়। সামনে বন্যা পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রেও আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
সাজ্জাদ আল মামুন,
শিক্ষার্থী, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।
২০ আগস্টের পর বৃহত্তর নোয়াখালীতে অতিবৃষ্টি এবং ভারত থেকে আসা বন্যার পানির কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। নোবিপ্রবি শিক্ষার্থীরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনকে আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার মানুষদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসে। নোবিপ্রবি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রায় ৩০০ মানুষকে নিয়মিত খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেছিল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। স্থানীয় নোবিপ্রবি শিক্ষার্থীরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র ত্রাণ পৌছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করে। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বন্যার্তদের পাশে এসে দাঁড়ান। তাদের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যার্তদের সহায়তায় ত্রাণের অনুদান করে।"
মো: ফাহাদ হোসেন,
শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্জলে হঠাৎ বন্যা দেখা দেয়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় কয়েক লাখ মানুষ। দেশের এত সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই লক্ষ্যে অর্থ সংগ্রহ শুরু করা হয়। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও সহায়তা করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন দোকান,পথচারী বিভিন্ন শ্রেণিপেশার মানুষ,বাসে যাতায়াতকারী মানুষ সাধ্যতম ডোনেশন করেন। অর্থ সংগ্রহের পর বন্যার্তদের জন্য বিভিন্ন ধরনের শুকনা খাবার,শিশুদের জন্য খাবার,মেডিসিন,ন্যাপকিনসহ ইত্যাদি জিনিস নিয়ে ছড়িয়ে পরে। আমরা সেখানকার স্থানীয় মানুষদের সহায়তায় সারাদিন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রান সামগ্রী বিশুদ্ধ পানি, খাবার ও কাপড় বিতরণ করা হয়। প্রাণীদের সেবায় ভেটেরিনারি ক্যাম্পেইন ও খাদ্য বিতরণেও সহায়তা করছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারিয়ানরা।
শফিকুল ইসলাম শিপন,
শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়।
আমরা বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ শুরু করি গত মাসের ২২ তারিখ থেকে। শুরুতে বিশ্ববিদ্যালয়ের ২-৩ টা বিভাগ মিলে কাজ শুরু করলেও পরপরই প্রায় সব বিভাগ ও সংগঠন গুলো আমাদের সাথে সংযুক্ত হয়ে যায়। তখন আমরা গণত্রাণ কর্মসূচির মাধ্যমে সপ্তাহব্যাপী অর্থ সংগ্রহ করি। এরপর প্রায় ১৭ টা টিম (১৬০+ মেম্বার) শহরের বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহের সাথে সাথে জামা-কাপড় ও সংগ্রহ করে। আমরা ৭৭৯০৬৭ টাকা এবং খাবার সংগ্রহ করে বন্যার্তদের জন্য পাঠাই।
শাহিনুর আলম,
শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
এছাড়াও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: