বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ, বাংলাদেশে ফিজিওথেরাপি এনেছিলেন কে?
বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ। নানাকর্মসূচির মধ্য দিয়ে পালন হচ্ছে দিনটি।এবারের প্রতিপাদ্য”কোমর ব্যাথ্যায় ফিজিও থেরাপি কার্যকরী চিকিৎসা”। হার্ট অ্যাটাক, সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে শারীরিক বৈকল্যের শিকার হওয়া ব্যক্তিদের চিকিৎসায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে ফিজিওথেরাপি সেবা নিয়ে এসেছিলেন মানবতার প্রতিক ব্রিটিশ নাগরিক ভেলোরি টেইলর। সাভারের চাপাইন গ্রামে গড়ে তোলেন পক্ষাঘাতগ্রস্তদের পূনর্বাসন কেন্দ্র সিআরপি। প্যারালাইসিসসহ বিভিন্ন ইনজুরিতে সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এ প্রতিষ্ঠান।
শরীরকে সুস্থ রাখার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব অনেক। অর্থোপেডিক্স, কার্ডিও পালমোনারি, নিউরোলজি, নিউরো সার্জারি, গাইনোকলজির মতো বহু রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম।
সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে বিভিন্ন ধরনের আঘাতজনিত ব্যথার চিকিৎসা নিচ্ছেন অনেকে। দেশে রয়েছে ফিজিওথেরাপী শিক্ষার বেশ কয়েকটি প্রতিষ্ঠান। একাধিক বিশ্ববিদ্যালয়ে রয়েছে ফিজিওথেরাপী বিভাগ। কিন্তু সরকারি পর্যায়ে তাদের চাকরি খুবই কম। সকল সরকারি হাসপাতালে ফিজিও থেরাপিস্ট নিয়োগের দাবি ফিজিওথেরাপি এসোসিয়েশনসহ সংশ্লিষ্টদের।
বিভি/এজেড
মন্তব্য করুন: