• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৮৮ বছরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন আলী চাচা

প্রকাশিত: ১৮:০২, ৮ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৮৮ বছরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন আলী চাচা

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি লেখা ‘বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না’। তার বাস্তব নিদর্শন ৮৮ বছরের আলী চাচা। যিনি প্রায় নব্বই বছরের কাছাকাছি এসে বসেছেন মাধ্যমিক পরীক্ষায়। তার এমন প্রচেষ্টা বেশ প্রশংসা কুড়িয়েছে।

শিক্ষার কোনো বয়স নেই, এমন প্রবাদের নিদর্শন আলী চাচা সৌদি আরবের নাগরিক। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, জাজানে প্রথম সেমিস্টারের শেষে মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেন আলী জাধমি নালের ওই প্রবীণ। তিনি ‘আলী চাচা’ নামে বেশ পরিচিত। 

এই বয়সে পড়ালেখা করার আগ্রহ নিয়ে তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকে স্কুলে ফিরে আসতে তিনি কোন অসুবিধার সম্মুখীন হননি। স্কুলে তার সহপাঠী তরুণ ছাত্রদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি সৌদি টেলিভিশন আল এখবারিয়ার সাথে একটি সাক্ষাত্কারে বলেছিলেন যে তিনি মিডল স্কুলের একজন শীর্ষ শ্রেণীর ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে বেশ আগ্রহী তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার কোন বয়স নেই। বিশেষকরে, বার্ধক্য অধ্যয়ন ও জ্ঞান অর্জনের জন্য কোন বাধা নয়। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা যেতে পারে।

তিনি বৃদ্ধদের পড়াশুনা করার পরামর্শ দিয়ে বলেন, শিক্ষা কোন বয়স জানে না। তার এই পদক্ষেপে উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি ক্লাসে ফিরে গিয়েছেন ১০২ বছর বয়সী ফাতেমা জায়েদ। তিনি স্থানীয় একটি সাক্ষরতা কোর্সে যোগদান করেন।

দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের আল বাহা অঞ্চলের অংশ আল মাখাওয়াহ গভর্নরেটের গ্রীষ্মকালীন কোর্সে, ফাতেমা, তার ৯৫ বছর বয়সী বোন, তিন মেয়ে এবং এক ভগ্নিপতির সাথে যোগ দিয়েছেন ক্লাসে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2