• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

প্রিয়জনকে ‘জড়িয়ে ধরার দিন’ আজ

প্রকাশিত: ১২:৪০, ৩ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
প্রিয়জনকে ‘জড়িয়ে ধরার দিন’ আজ

মানুষ একাকী বাস করতে পারে না। সব সময় সঙ্গীর দরকার হয়। আর সঙ্গীকে জড়িয়ে ধরার মধ্যেই থাকে ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা শুধু সঙ্গীই না, হতে পারে প্রেমিক-প্রেমিকা, মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব যে কেউই হতে পারে। প্রিয়জনকে বুকে জড়িয়ে ধরলে ভারি বুক হালকা হয়।

খুব বেশি আনন্দের সময় যেমন আমরা প্রিয়জনকে জড়িয়ে ধরি, আবার কাউকে সান্ত্বনা দিতেও বুকে টেনে ধরেন অনেকেই। বিশ্বাস, ভালোবাসা, বন্ধুত্ব ও স্নেহের অনুভূতি বাড়াতে সাহায্য করে আলিঙ্গন। জড়িয়ে ধরা কেবল ভালোবাসার প্রকাশ নয়, এটি মানসিক শান্তি, স্বস্তি এবং সংযোগের প্রতীক। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে, আলিঙ্গন মানুষকে মানসিক চাপ কমাতে, সম্পর্কের বন্ধন মজবুত করতে এবং সুখ বাড়াতে সহায়তা করে।

এই জড়িয়ে ধরার জন্যও রয়েছে বিশেষ একটি দিন। যদিও প্রতিটা দিনই আমরা কাউকে না কাউকে জড়িয়ে ধরি। কিন্তু প্রতি বছরের ৩ ডিসেম্বর পালিত হয় প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন বা ‘লেটস হাগ ডে’। 

দিবসটি কবে থেকে ও কী কারণে পালন করা শুরু হয়, সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দিবসটির মূল উদ্দেশ্য হলো, একে অপরের প্রতি স্নেহ প্রদর্শন করা; যা আলিঙ্গনের মাধ্যমে প্রকাশ করা হয়। আলিঙ্গনের অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে।

আদিকাল থেকেই মানুষের মধ্যে জড়িয়ে ধরা বা আলিঙ্গনের আনন্দ আবিষ্কৃত হয়েছিল। আর জড়িয়ে ধরা বা আলিঙ্গন একটি সর্বজনীন ভালোবাসার প্রকাশ। মানুষের সুস্থ এবং সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য আলিঙ্গন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশেষত সদ্যোজাত শিশুদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। যে শিশুরা ছোটবেলায় আলিঙ্গন বা স্নেহলাভ পায় না, তারা সাধারণত সুস্থ এবং ভালোবাসা-ঘেরা শিশুদের মতো সঠিকভাবে বেড়ে ওঠে না।

বিভি/এজেড

মন্তব্য করুন: