• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘স্যান্টা ক্লস’খ্যাত সেইন্ট নিকোলাসের চেহারা পুনর্গঠন 

শ্রেয়া গমেজ

প্রকাশিত: ১৪:১৭, ৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
‘স্যান্টা ক্লস’খ্যাত সেইন্ট নিকোলাসের চেহারা পুনর্গঠন 

জন্মের প্রায় দেড় হাজার বছর পর প্রথমবারের মত স্যান্টা ক্লস হিসেবে সুপরিচিত মায়রার সেইন্ট নিকোলাসের মুখের ছবি পুনর্গঠন করা হয়েছে। প্রযুক্তির সহায়তা ও তার মাথার খুলি দিয়ে এই পুনর্গঠন করেছে বিজ্ঞানীরা। ইসরাইলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট এই বিষয় নিশ্চিত করেছে।

সেইন্ট নিকোলাসকে নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সেন্ট্রো স্টাডি নিকোলিয়ানির অনুমতিতে লুইগি মারটিনোর ১৯৫০ দশকের সংগ্রহ করা উপাত্তের সহায়তায় এই প্রজেক্টের নেতৃত্বে দিয়েছেন ফেশিয়াল রিকন্সট্রাকশন এক্সপার্ট সিসেরো মোরায়েস।  

মোরায়েস বলেন, উপাত্ত ব্যবহার করে তারা প্রাথমিকভাবে থ্রিডি খুলি পুনর্গঠন করেন। এরপর খুলি থেকে পাওয়া পরিসংখ্যানগত প্রক্ষেপণের সাহায্যে মুখের গঠন চিহ্নিত করা হয়েছে। এরপর তারা সেটিকে এনাটমিক্যাল ডিফরমেশন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করেছেন।   

মোরায়েস বলেন, তারা চেষ্টা করে দুইটি ছবি তৈরি করতে পেরেছেন। একটি ধূসর ও আরেকটি আরও কিছুটা বাস্তবসম্মত। দ্বিতীয় ছবিটিতে সেইন্ট নিকোলাসের দৈহিক বর্ণনার সাথে সামঞ্জস্য রেখে দাড়ি ও পোশাক যোগ করা হয়েছে।‘দ্য সান’ জানায়, ছবিটি ১৮২৩ সালের ‘আ ভিজিট ফ্রম সেইন্ট নিকোলাস’ কবিতায় দেয়া বর্ণনার সাথে মিলে গেছে।

ক্লেমেন্ট ক্লার্ক মুরের লেখা কবিতাটিতে জনপ্রিয় চরিত্র স্যান্টা ক্লসের চেহারা ও দৈহিক বর্ণনা নিয়ে বেশ কিছু ধারণা পাওয়া গেছে। যেমন, স্যান্টার গোলাপি গাল, তার বাহন রেনডিয়ার, থলে ভর্তি খেলনা ও চওড়া মুখমন্ডল। স্যান্টা ক্লসকে কল্পনা করা হয় লাল-সাদা পোশাকে হাসি-খুশি এক বৃদ্ধ হিসেবে। তার সাদা লম্বা দাড়ি রয়েছে এবং তিনি নর্থ পোলে বাস করেন। যেসব বাচ্চারা কথা শোনে না তাদের শাস্তি দেন। যারা দুষ্টুমি করে না তাদের উপহার দেন। 

মোরায়েস সেইন্ট নিকোলাসের স্বাস্থ্য নিয়েও বলেছেন। সেইন্ট নিকোলাস আর্থাইটিসে আক্রান্ত ছিলেন। খুলি দেখে ধারণা করা যায় তার ক্রমাগত মাথাব্যাথা হত।    

হোসে লুই লিরা, সেইন্ট নিকোলাসকে নিয়ে কাজ করা এক বিশেষজ্ঞ জানান, তিনি একজন খ্রিস্টান বিশপ ছিলেন। তিনি সাহসিকতার সাথে যীশুর জীবনী শিক্ষা দিতেন। সেইন্ট নিকোলাস নিজের বিশ্বাসের জন্য রোমান সম্রাটকেও চ্যালেঞ্জ করেছিলেন। তিনি উদারতা ও দয়ার জন্য ছিলেন প্রসিদ্ধ।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2