• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২০২৫ সালে জন্মানো শিশু হবে `জেনারেশন বিটা`

প্রকাশিত: ১৮:৪২, ১ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
২০২৫ সালে জন্মানো শিশু হবে `জেনারেশন বিটা`

দেখতে দেখতে পার হলো আরও একটা বছর। ২০২৪ সালকে পিছনে ফেলে ২০২৫ সালের হাত ধরে এলো নতুন প্রজন্ম। জেন-জি বা আলফা জেনারশনকে বিদায় জানিয়ে এলো জেনারেশন বিটা। ২০২৫ থেকে ২০৩৯-এর মধ্যে যে শিশুর জন্ম নেবে তারা সকলেই জেন বিটা।

সারা বিশ্বে ২০৩৫ সালের মোট জনসংখ্যার ১৬ শতাংশই হবে এই প্রজন্ম। এমনটাই মনে করছেন গবেষক মার্ক ম্যাকক্রিন্ডেল 

কতটা আলাদা হবে 'বিটা বেবি'দের জীবন?

এই নতুন প্রজন্মের গোটা জীবনটাই প্রযুক্তি দিয়ে মোড়া হবে। ব্যক্তিগত জীবনের প্রতিটি স্তরে ঢুকে পড়বে অত্যাধুনিক প্রযুক্তি। জেনারেশন আলফা যেমন আধুনিক প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেছে, তেমনই জেনারেশন বিটা নিজে থেকেই চালিত পরিবহন ব্যবস্থা দেখবে। দৈনন্দিন জীবনের অন্যতম অংশ হবে ভার্চুয়াল পরিবেশ। বাড়বে সামাজিক দূরত্ব। জেনারেশন বিটার জন্য চ্যালেঞ্জিং হবে সামাজিক মূল্যবোধ ধারণ।

জেনে নিন আপনি কোন প্রজন্মের-

* ১৯২৮ থেকে ১৯৪৫ এর মধ্যে যাদের জন্ম, তাদের বলা হয় নীরব প্রজন্ম।

* ১৯৪৬ থেকে ১৯৬৪ এর মধ্যে জন্মগ্রহণকারীরা বেবি বুমারস নামে পরিচিত।

* ১৯৬৫ থেকে ১৯৮০ এর মধ্যে জন্মেছে যারা, তাদের বলা হয় জেনারেশন এক্স।

* ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, তারা ‘মিলেনিয়াল’।

* ১৯৯৬ সাল থেকে ২০১২ সালের মধ্যে যারা জন্মেছে, তাদের জেন-জি বলা হয়।

* ২০১২ সাল থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম যাদের, তারা জেন-আলফা

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2