কোটা সংস্কার আন্দোলনে নিহত আসিফ হাসানকে কেন্দ্র করে পোস্ট
এখন কি সান্ত্বনা নিয়ে আমি ভাইয়ের সামনে যাবো: মনিরুল ইসলাম পিজন
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আসিফ হাসান। বৃহস্পতিবার (১৮ জুলাই) এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মনিরুল ইসলাম পিজন নামে এক ব্যক্তি। ছবি সংযুক্ত করা ওই পোস্টটি বিকাল সাড়ে ৪টার দিকে শেয়ার করা হয়েছে। পাঠকের জন্য পোস্টটি হুবহু প্রকাশ করা হলো:
‘Asif Hasan আসিফ আমার বাড়ীর ছেলে। সহজ-সরল-বিনয়ী মা মরা ছেলেটা সম্পর্কে ভাতিজা হয়। শহরের কলেজে মাস্টারী করি বলে ওর বাবা ওর ক্যারিয়ার নিয়ে সকাল-বিকেল আমার সাথে আলাপ করে।
এখন কি সান্ত্বনা নিয়ে আমি মাহমুদ ভাইয়ের সামনে যাবো। হতভাগা বাবার মুখটা আমি কল্পনা করতে পারছি না।
ধিক্কার নিজেকে! তোরা আমার মুখে ছুড়ে মারিস থু থু, থোক থোক ঘৃণা!’
বিভি/পিএইচ
মন্তব্য করুন: