• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে অভিনন্দন জানালেন মমতা ব্যানার্জি

প্রকাশিত: ১২:২২, ৯ আগস্ট ২০২৪

আপডেট: ১২:২৫, ৯ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে অভিনন্দন জানালেন মমতা ব্যানার্জি

অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে এই অভিনন্দন জানান তৃণমূল কংগ্রেস নেত্রী।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে।’

‘বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক - এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো।’

‘আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন: