• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

`শখ মিটে গেছে`

প্রকাশিত: ২১:০২, ২৩ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
`শখ মিটে গেছে`

ছবি- ফেসবুক থেকে নেওয়া।

কেউ যদি কোনো বিষয়ে খুশি হয় আর আলহামদুলিল্লাহ বলে, এইটার মানে তার বিয়ে না !!! বিয়ে ছাড়াও মানুষের জীবনে আরও অনেক কিছু আছে! বিয়েই জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেমন পরিবার, ক্যারিয়ার, পড়াশুনা, বন্ধুবান্ধব এগুলাও জীবনের একেকটা পার্ট!

এখন সবাই বিয়ে নিয়ে কমেন্ট করে, যা নিয়ে পোস্ট দেই, কমেন্ট করে “বিয়ে করবেন কবে”!!! কিন্তু বিয়ে করলে আবার বলবে, “আপনাদের তো বিয়ে টিকে না”, “আবার কবে ছাড়বেন”, “বারোভাতারি”, “মিডিয়ার মানুষ খারাপ, তাদের খালি বিয়ে হয়”!!!

যেই লোক শখ করে বিয়ে করবে, এইসব কমেন্ট দেখে বিয়ের দিনই ভেগে যেতে পারে!

আর মাশাল্লাহ্ আমাদের সাংবাদিক ভাইরা যেই সুন্দর শিরোনামে সংবাদ প্রকাশ করবেন !!! সেইটা আর না বলি। দয়া করে আমার বিয়ে নিয়ে আর কমেন্ট কইরেন না।
Been there , done that !!!
শখ মিটে গেছে …

অভিনেত্রী শবনম ফারিয়া'র ফেসবুক থেকে নেওয়া।

বিভি/এমএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2