• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘ফেইল্ড ক্যাম্পেইন’টা সেপ্টেম্বরে এসে ‘উইন ক্যাম্পেইন’ হয়ে গেলো

প্রকাশিত: ১০:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
‘ফেইল্ড ক্যাম্পেইন’টা সেপ্টেম্বরে এসে ‘উইন ক্যাম্পেইন’ হয়ে গেলো

কানাডা প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর

নির্বাচনের ঘোষণা দিয়ে মাঠে নেমেই জাস্টিন ট্রুডো টের পেয়ে গিয়েছিলেন- বড্ড ঝুঁকিপূর্ণ জুয়ায় নেমে গেছেন তিনি। সপ্তাহখানেকের মাথায় দল এবং ক্যাম্পেইন মিলে পর্যালোচনায় বসলো- কতোটা ঝুঁকির মধ্যে তারা, সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব কি না- তা খতিয়ে দেখতে। তাদের সব ধরনের পর্যালোচনাই লিবারেল পার্টিকে ১৪০টির বেশি আসনের নিশ্চয়তা দিলো না। 

কিন্তু জাস্টিন ট্রুডো সেটি কাউকে বুঝতে দিতে চাইলেন না। সতর্ক হলেন- তাঁর কথায়, চেহারায়, বডি ল্যাঙ্গুয়েজে- কোনোভাবেই যেন পার্টির এই দুরবস্থার প্রকাশ না পায়, তিনি উদ্বিগ্ন- সেটি যেন কেউ ক্ষুণাক্ষরেও টের না পায়। ‘মেজরিটি’ শব্দটি ভুল করেও উচ্চারণ না করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন নীতিনির্ধারকরা। পুরো প্রচারণায় জাস্টিন ট্রুডো একবারের জন্যও ‘মেজরিটি’ শব্দটি উচ্চারণ করলেন না- অথচ মেজরিটির জন্যই তিনি হঠাৎ নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। লিবারেল পার্টি নিরবে নিজেদের মূল্যায়নের খাতায় টুকে রাখলো ‘আগস্ট- ফেইল্ড ক্যাম্পেইন’।

‘ফেইল্ড ক্যাম্পেইন’টা সেপ্টেম্বরে এসে ‘উইন ক্যাম্পেইন’ হয়ে গেলো। সেপ্টেম্বরের শুরু থেকেই টের পাওয়া যাচ্ছিলো নতুন কৌশলটা কাজ করছে। শেষ দুই সপ্তাহে এসে তারা বুঝে গেলেন- এই যাত্রা রক্ষা পাওয়া গেছে। দলের মূল্যায়ন খাতায় এবার লেখা হলো- ‘সেপ্টেম্বর- উইন ক্যাম্পেইন’। 

ভোট হয়ে যাবার পর বিজয়ী লিবারেল পার্টি এখন সেসব কথা নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। নতুন করে পর্যালোচনা করছে। তবে ‘একটি ফেইল্ড ক্যাম্পেইন’কে ‘উইন ক্যাম্পেইনে’ রূপান্তরিত করে ক্ষমতায় ফিরে আসার ম্যাজিক কৌশলটা নিঃসন্দেহে উদ্দীপনামূলক এবং কৌতূহলোদ্দীপক। পার্টি কখনো সেই কৌশলটা খোলামেলা প্রকাশ করলে কিংবা কোনো অনুসন্ধানী সাংবাদিক খুঁজে বের করে রিপোর্ট করলে রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী এবং রাজনীতিতে আগ্রহীদের সেটি নতুন ভাবনার খোরাক যোগাবে নিঃসন্দেহে।


কানাডা প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর-এর ফেসবুক থেকে নেওয়া। 

বিভি/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2