• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ডেঙ্গুতে ৮ দিনে ১১২ জনের মৃত্যু, ঝুঁকি বাড়ছে ঢাকার বাইরে

প্রকাশিত: ২০:০৭, ১০ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ডেঙ্গুতে ৮ দিনে ১১২ জনের মৃত্যু, ঝুঁকি বাড়ছে ঢাকার বাইরে

প্রতীকী ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৮ দিনে মারা গেলেন ১১২ জন। সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ ঝরেছে ৭৩০ জন মানুষের।

রবিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক বুলেটিন পর্যালোচনা করে এই চিত্র দেখা গেছে।

বুলেটিনে জানানো হয়েছে, শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৯৩ জন মানুষ। এর মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৯৯৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ১ হাজার ১০০ জন রোগি ভর্তি হয়েছেন। এই সময়ে প্রাণ হারানো ১৪ জনের মধ্যে ঢাকায় ৮ জন এবং ঢাকার বাইরে মারা গেছেন ৬ জন রোগি।

বুলেটিন থেকে আরও জানা যায়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগিদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ৭ শতাংশ। এর মধ্যে ০ দশমিক ৫ শতাংশ মানুষের মৃত্যু হচ্ছে। অপরদিকে সুস্থ্য হয়ে বাড়ি ফেরার হার ৯৩ শতাংশ। শুধু গত ২৪ ঘণ্টায়ই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩০৬ জন রোগি।

সপ্তাহব্যাপী ডেঙ্গুর পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকার তুলনায় সারাদেশে ডেঙ্গু রোগীর হার ঊর্ধ্বমূখী বলেও জানা যাচ্ছে।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2