• NEWS PORTAL

  • বুধবার, ০১ অক্টোবর ২০২৫

৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫৯, চারজনের মৃত্যু

প্রকাশিত: ১৭:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:১১, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫৯, চারজনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছেই। গত ৪৮ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৫৯ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন চারজন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন।  এছাড়াও আগের দিন শনিবার (২৭ সেপ্টেম্বর) কারও প্রাণহানি না ঘটলেও হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৯২ জন প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৯ জন, বরিশাল বিভাগে ১৬৬ জন, ঢাকা বিভাগে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ১০১ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৭ জন ভর্তি হয়েছেন।

এর আগের দিন শনিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১৪ জন হাসপাতালে ভর্তি হন। তবে, এদিন কারও মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ছিলো ১৮৮ জন।

উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ১৯২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৬ হাজার ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2