• NEWS PORTAL

  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

থামছেই না ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৪ জনের

প্রকাশিত: ১৬:৫৫, ২৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:০৬, ২৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
থামছেই না ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৪ জনের

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ জনে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৪৩ জন।

মারা যাওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ২জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১ ও রাজশাহী বিভাগে ১ জন মারা গেছেন।

রবিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১১৪৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে ২৮২, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫০ জন ও সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ৪৪০ জন রোগী।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2