• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

শিশুদের টিকাদান সম্পর্কে যা বললেন স্বাস্থ্যের ডিজি

প্রকাশিত: ১৭:১৫, ১২ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:৩৪, ১২ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
শিশুদের টিকাদান সম্পর্কে যা বললেন স্বাস্থ্যের ডিজি

করোনাভাইরাস প্রতিরোধে চলতি সপ্তাহে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের করোনা টিকা প্রয়োগ শুরু হবে। ২১টি কেন্দ্রে চলবে এই টিকা প্রদান কার্যক্রম। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, এই সপ্তাহের মধ্যেই শিশুদের টিকা দেওয়া শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাদের জন্য আলাদা টিকা কেন্দ্র তৈরি করা হবে।

খুরশীদ আলম বলেন, শিশু-কিশোরদের টিকার বিষয়টি নানান কারণে এখনো হয়ে ওঠেনি। এর প্রধান কারণ হলো, এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদন দেয়নি। তবে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জেনেভায় গিয়ে ডব্লিউএইচও’র ডিজি’র সংগে কথা বলেছেন। এই বিষয়ে তারা সম্মতি দিয়েছেন। বিভিন্ন দেশে ফাইজার-এর টিকা দেওয়া হচ্ছে। সেটি মাথায় রেখে আমরাও একই টিকা দেবো।

আরও পড়ুন:
স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন যেসব নারীরা
কখন বুঝবেন থাইরয়েড পরীক্ষা করা প্রয়োজন
করোনায় আরও ১৪ জনের মৃত্যু

ছয় মাসে দেশে কোটিপতি বেড়েছে ছয় হাজার  

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১২ বছরের বেশি শিক্ষার্থীদের অনুমোদন না দিলেও বিভিন্ন দেশে তাদের ফাইজার দেওয়া হচ্ছে। আমাদেরও এমনটা পরিকল্পনা আছে। ইতিমধ্যে ২১টি কেন্দ্র ঠিক করা হয়েছে। এটি চাইলে সব জায়গায় দেওয়া সম্ভব নয়। কারণ, ফাইজার-এর টিকা সংরক্ষণের জন্য দেশের সব খানে ওরকম সুযোগ সুবিধা নেই।

তিনি আরও বলেন, ফাইজার-এর টিকা অন্যান্য টিকার চেয়ে একটু আলাদা। এজন্য আলাদা করে টিকা প্রয়োগকারীদের প্রশিক্ষণের দরকার আছে। তবে যেদিন থেকে শিশুদের টিকা দেওয়া শুরু হবে, তার আগের দিন সবাইকে জানিয়ে দেওয়া হবে।

কোন কোন জেলায় এই টিকা কার্যক্রম শুরু হবে জানতে চাইলে স্বাস্থ্যের ডিজি বলেন, জেলা ও সিটি করপোরেশনগুলোর যেখানে সুবিধা আছে, আপাতত সেখানেই দেওয়া হবে। বাকিগুলোতে পর্যায়ক্রমে দেওয়া হবে।

বিভি/এএন

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2