• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডেঙ্গুঃ দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮২

প্রকাশিত: ১৭:৩৯, ১২ অক্টোবর ২০২১

আপডেট: ১৮:১৫, ১২ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
ডেঙ্গুঃ দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮২

ফাইল ছবি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৪৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৩৯ জন ভর্তি হয়েছেন। একই সময়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন:
কখন বুঝবেন থাইরয়েড পরীক্ষা করা প্রয়োজন
শিশুদের টিকাদান সম্পর্কে যা বললেন স্বাস্থ্যের ডিজি

স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন যেসব নারীরা

স্বাস্থ্য অধিদফতর বলছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃতদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯১৬ জন ভর্তি আছেন। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৪২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭৪ জন ভর্তি আছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে।
 

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2