• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

করোনায় বিশ্বে কমেছে দৈনিক মৃত্যু ও শনাক্ত সংখ্যা

করোনা নিয়ে সুসংবাদ

প্রকাশিত: ০৮:২০, ৩১ জানুয়ারি ২০২৩

আপডেট: ০৮:২৫, ৩১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
করোনা নিয়ে সুসংবাদ

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭৭ জন। যা আগের দিনের তুলনায় প্রায় দেড়শো কম। একই সময়ে ভাইরাসটিতে নতুন আক্রান্ত সংখ্যা ৮২ হাজার ৫৯ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ৪২ হাজার কম। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। 

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৬৭ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার ৭৬৬। এছাড়া মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৬০ হাজার ৬৩৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে জাপান। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, কানাডা ও রোমানিয়া। 

২০১৯-এর ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এরপর ২০২০-এর ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২৩১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


 

বিভি/রিসি

মন্তব্য করুন: