সামাজিক মাধ্যম সুরক্ষায় সচেতনতার কোনো বিকল্প নেই: রনজিৎ কুমার

অনলাইন সুরক্ষায় নিজেদের সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিরের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার। শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলের কনফারেন্স রুমে “ডাবল এ ফাউন্ডেশন”র আয়োজনে “নিরাপদ ইন্টারনেট; বাংলাদেশ পারসপেকটিভ” শীর্ষক সাইবার সচেতনতা ক্যাম্পেইনে তিনি এই মন্তব্য করেন। আয়োজনের সহযোগী হিসাবে ছিলেন আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সি।
আয়োজনে কিভাবে সাইবার স্পেসে নিজেদের সুরক্ষিত রাখা যায় এই বিষয়ে কারিগরি বিভিন্ন দিক তুলে ধরেন সময় টেলিভিশনের সম্প্রচার প্রধান সালাউদ্দিন সেলিম। পরে তিনি উপস্থিত নারী উদ্যোক্তাদের ফেসবুক পেজের সমস্যা সংক্রান্ত নানান বিষয়ে প্রশ্নের উত্তর দেন।
প্রধান অতিথির বক্তব্যে রনজিৎ কুমার বলেন, যত মানুষ ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে ততই সাইবার ঝুঁকি বাড়ছে। এসব ঝুকি থেকে বাঁচতে প্রথমেই নিজেদের সচেতনতা বাড়ানোর উপর জোড় দেন তিনি।
তিনি বলেন, অযাচিত কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। আইডিতে টু ফ্যাক্টর অথেনটিকেশন অন রাখতে হবে। পাশাপাশি নিজেদের সাইবার থ্রেটস সম্পর্কে আপডেট রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপ যেমন ওয়ার্কসপ, সেমিনারের কথা তুলে ধরেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান সাইবার সচেতনতায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সাইবার সচেতনতায় ডিজিটাল সিকিউরিটি এজেন্সির সাইবার ক্যাম্পেইনের কথা তুলে ধরেন।
তিনি বলেন, সরকার জনগনকে সচেতন করতে বছরব্যাপী নানান কর্মসূচী পালন করছে যার মধ্য সভা, সেমিনার, ওয়ার্কসপ ইত্যাদি রয়েছে।
সেমিনারে ইস্টার্ণ ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. সামসুল হুদা বলেন, পৃথীবির অন্য দেশের তুলনায় আমাদের দেশের যুব শক্তির পরিমান অনেক বেশি। এই যুব শক্তি আমাদের দেশের উন্নয়নের বড় কান্ডারি।
দেশকে এগিয়ে নিতে নারীর ভূমিকা গুরুত্বপুর্ণ উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের নারীদের স্টেনথ্ অনেক বেশি তাদের যথোপযুক্ত সুযোগ দিলে তারা দেশের জন্য বড় অবদান রাখতে পারে।
আয়োজনে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নিশাত ফারজানা নিপা নারীদের অনলাইন বুলিংয়ের নানান দিক তুলে ধরে সেগুলোর সমাধানের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। আয়োজনে দেশের বিভিন্ন এলাকার শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
বিভি/ এসআই
মন্তব্য করুন: