• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অস্ট্রেলিয়ায় কিশোরদের জন্য এবার ইউটিউবেও নিষেধাজ্ঞা 

প্রকাশিত: ০১:১২, ৩১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
অস্ট্রেলিয়ায় কিশোরদের জন্য এবার ইউটিউবেও নিষেধাজ্ঞা 

বিশ্বে প্রথমবারের মতো কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার সেই নিষেধাজ্ঞায় যুক্ত হলো ইউটিউবে। ১৬ বছরের কম বয়সীদের জন্য এই ভিডিও প্ল্যাটফর্মেও অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ হতে যাচ্ছে।

এই নিষেধাজ্ঞা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে। এতে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স (সাবেক টুইটার) এবং স্ন্যাপচ্যাটের মতো সামাজিক মাধ্যমের পাশাপাশি এবার ইউটিউবও অন্তর্ভুক্ত হলো। প্রথমে ইউটিউবকে এই তালিকা থেকে বাদ রাখা হলেও, দেশের ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্টের সুপারিশে সেটিকে যুক্ত করা হয়। তিনি জানান, ১০ থেকে ১৫ বছর বয়সী কিশোরদের মধ্যে ইউটিউবই সবচেয়ে বেশি ক্ষতিকর কনটেন্টের উৎস হিসেবে চিহ্নিত হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কিশোররা ইউটিউব ভিডিও দেখতে পারবে, তবে তারা কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না অর্থাৎ ভিডিও আপলোড, কমেন্ট বা কোনো ধরনের পারস্পরিক যোগাযোগের সুযোগ থাকবে না। এ নিয়ে গুগল জানিয়েছে, তারা সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে এবং পরবর্তী করণীয় বিবেচনা করবে। এর আগে অস্ট্রেলিয়ার কয়েকটি গণমাধ্যম জানায়, ইউটিউবকে নিষেধাজ্ঞার আওতায় আনলে গুগল সরকারকে আইনি চ্যালেঞ্জ জানাতে পারে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের সন্তানদের ক্ষতিগ্রস্ত করছে। তাই এই নিষেধাজ্ঞা খুবই জরুরি। এটা সব সমস্যার সমাধান নয়, কিন্তু বড় একটা পরিবর্তন আনবে। অন্যদিকে দেশটির যোগাযোগমন্ত্রী অ্যানিকা ওয়েলস বলেন, আমরা সমুদ্রের ঢেউ বা হাঙর নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে পারি। তাই শিশুদের রক্ষা করতে আমরা কোনো আইনি হুমকিতে ভয় পাব না।

তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে অনলাইন গেমিং, বার্তা পাঠানো, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক অ্যাপগুলো—কারণ এসব অ্যাপের মাধ্যমে সামাজিক ক্ষতির ঝুঁকি তুলনামূলক কম বলে জানানো হয়েছে। নতুন আইনের অধীনে প্রযুক্তি কোম্পানিগুলো যদি বয়স-সংক্রান্ত এই বিধিনিষেধ লঙ্ঘন করে, তাহলে তাদের সর্বোচ্চ ৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হতে পারে।

সংসদে এই প্রস্তাবিত নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত আলোচনা বুধবার পেশ করার কথা রয়েছে। আন্তর্জাতিক মহল অস্ট্রেলিয়ার এই পদক্ষেপকে গুরুত্বের সঙ্গে দেখছে। ইতিমধ্যে নরওয়ে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে এবং যুক্তরাজ্যও একই পথ অনুসরণের কথা ভাবছে।

সূত্র: বিবিসি 

বিভি/টিটি

মন্তব্য করুন: